আজকাল ওয়েবডেস্ক: তাঁদের কণ্ঠের জাদুতে মাঠের ক্রিকেট হয়ে ওঠে আরও মায়ময়। ধারাভাষ্যকে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাঁরা।

আইপিএলে তাঁরাই পান কাঁড়ি কাঁড়ি টাকা। তাঁরা ক্রিকেটের চুলচেরা বিশ্লেষণ করেন, নিজেদের মধ্যে রসিকতা করেন আবার কড়া ভাষায়  সমালোচনা করতেও পিছপা হন না।
আইপিএলে মানেই টাকার খেলা। নিমেষে কেউ হয়ে যেতে পারেন কোটিপতি। সুনীল গাভাসকর, হর্ষ ভোগলে, রবি শাস্ত্রীর মতো ব্যক্তিত্বরা আইপিএলে ধারাভাষ্য দিয়ে কত টাকা আয় করেন? 
সানি, শাস্ত্রীর মতো অভিজ্ঞরা আইপিএলে প্রতি ম্যাচে পান  ৬ থেকে ১০ লক্ষ টাকা। তাঁদের থেকে অপেক্ষাকৃত তাঁদের থেকে যাঁরা অপেক্ষাকৃত কম দিন এই পেশায় রয়েছেন, তাঁরা প্রতি ম্যাচ বাবদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পান। 

আইপিএল টাকা রোজগারের ভাল মাধ্যম। সেই সঙ্গে নিজেদের কেরিয়ার তৈরি করারও ভাল প্ল্যাটফর্ম। আইপিএলে ধারাভাষ্য দিয়ে কতজন যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তার ইয়ত্তা নেই।